Sunday, 19 May 2019



ষ্টাম্প ভেন্ডার হতে  চাইলেঃ
১৮৯৯ সালের ষ্টাম আইনের অধীনে এখনো বাংলাদেশে  ষ্টাম্প  কেনা -বেচা ,লাইসেন্স প্রদান করা হয়ে থাকে।
ভেন্ডার লাইসেন্সের জন্য আবেদনের নিয়ম এবং প্রয়োজনীয় শর্তাবলী:
১। জেলা প্রশাসক বরাবর সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে।
২। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই মর্মে ব্যাংক থেকে একটি প্রত্যায়ন পত্র।
৪। লাইসেন্স ফি বাবদ ৭৫০ টাকা চালানের মাধ্যেমে জমা দিতে হবে(লাইসেন্স ফি বাবদ ৭৫০ টাকার চালান ফরম আবেদনের সঙ্গে জমা দিতে হবে না। লাইসেন্স পাবার জন্য মনোনিত হবার পর জমা দিতে হোবে।)
৫। লাইসেন্সের মেয়াদ এক বছর।
৬। লাইসেন্স এক বছর পর পর নবায়ন করতে হবে। নবায়ন ফি ৫০০ টাকা।

কমিশন  কত পাবনেঃ
৭৫ টাকার উপরের ষ্টাম্পকে হায়ার ভেল্যু আর ৭৫ কম টাকার ষ্টাম্প  লোয়ার ভেল্যুর ষ্টাম্প  ধরে কমিশন দেয়া হয়
·        জেলা শহরে হায়ার ভেল্যুর ষ্টাম্পে ১.৫ টাকা
·        লোয়ার ভেল্যুতে ৩.৬৫ টাকা
·        উপজেলায় হায়ার ভ্যলুতে   টাকা
·        লোয়ার ভ্যলুতে  ৪.৬৯ টাকা

No comments:

Post a Comment

২০১২-১৩ অর্থবছরের বাজেটে দলিল সম্পাদনের জন্য স্ট্যাম্পের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে পুরনো মূল্যের স্ট্যাম্প দিয়ে দলিল লেখা হলে তা...